লাইসেন্সবিহীন হোটেল মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ওমান। দেশটির হেরিটেজ ও ট্যুরিজম মন্ত্রণালয় হোটেল ও গেস্টহাউজ মালিকদের সতর্ক করে দিয়ে বলেছে, যদি লাইসেন্স ছাড়া এমন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়, তবে মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
অনিবন্ধিত হোটেল গেস্টহাউজকে নিবন্ধনের আওতায় আনার মাসব্যাপী চলমান ক্যাম্পেইনের মধ্যেই এই ঘোষণা দিলো ওমান। মন্ত্রণালয়ের মতে, ওমানে প্রায় ১৭০০টি অনিবন্ধিত হোটেল গেস্টহাউজ রয়েছে যারা পর্যটনবান্ধব সেবা দিতে ব্যর্থ। এসব কারণেই দেশটির পর্যটন খাতের সুনাম নষ্ট হয়।
ট্যুরিজম মন্ত্রণালয়ের ট্যুরিজম লাইসেন্স বিষয়ক সহকারী ডিরেক্টর জেনারেল খুসাইবি বলেন, আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে হোটেল সেক্টরটাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা, পাশাপাশি সেবার গুণমান বৃদ্ধি করা। আমরা চাই, ওমানে যেসব পর্যটক ঘুরতে আসেন তারা যেন সবথেকে ভালো সেবাটা পান।
তিনি বলেন, লাইসেন্স ছাড়া ওমানে হোটেল ব্যবসা ট্যুরিজম আইনের পরিপন্থি কাজ, আর কেউ আইন ভাঙলে তাকে আইনের আওতায় আসতেই হবে। এছাড়া, হোটেল মালিকরা মন্ত্রণালয়ের ই সার্ভিসের মাধ্যমে ২৫০ রিয়ালে ৫বছর মেয়াদি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post