দেশে ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড। বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে ১০০ একর জমিতে তাদের এ কারখানায় আগামী ২০২০-২১ সাল থেকে উৎপাদন শুরু হবে বলে জানা গেছে। প্রতিষ্ঠিত এ প্ল্যান্টে গাড়ির ৬০ শতাংশ (চেসিস, ব্যাটারি, সফটওয়্যার ইত্যাদি) যন্ত্রাংশ উৎপাদন হবে।
ইভিগুলোর মূল্য হতে পারে,
সেডান: ১২-১৫ লাখ টাকা।
এসইউভি: ২০ লাখ টাকা।
হ্যাচব্যাক: ৮ লাখ টাকার নিচে।
এছাড়াও তারা মোটরসাইকেলও তৈরি করবে যার দাম পড়বে ৫০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত। গাড়িগুলো একবার চার্জ দিলে প্রায় ৪শ’ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এবং প্রতি কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ২ টাকা।
৪শ’ কিলোমিটার পথ পাড়ি দিতে ২০ মিনিট চার্জ দিলেই চলবে বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাইওয়েতে পাওয়ার স্টেশনও বানাবে তারা। ইলেকট্রনিক গাড়িগুলোর ব্যাটারিগুলো ১০ বছর পর্যন্ত সক্ষম থাকবে বলে জানা গেছে। শুরুতে ২শ’ মিলিয়ন ডলার নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড। সূত্র: ডিফেন্স রিসোর্ট ফোরাম
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post