বাংলাদেশের ২৫ টি সরকারি-বেসরকারি সাইট ভারতীয় হ্যাকারের দখলে নেওয়ার প্রতিবাদে দেশের হ্যাকার দল তাদের মিশনে ভারতীয় ১ হাজারের বেশি সরকারি-বেসরকারি ওয়েবসাইট দখল করে নিয়েছেন বলে অবগত করছেন তাদের অফিশিয়াল ফেসবুক পেইজের মাধম্যে।
বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের কো-ফাউন্ডার এহসানুল হক জানান, সিভিলিয়ান ফোর্স এর আওতাভুক্ত “সিস্টেম এডমিন বিডি” গত ৫ দিনে ভারতীয় সরকারি বেসরকারি ১০০০ ওয়েবসাইট হ্যাকড, ২০টি ব্যাংকের সার্ভার ডাউন ও ম্যালওয়ার ছড়িয়ে ৯ হাজার ভারতীয় নাগরিকের কম্পিউটার হ্যাক করা হয়েছে। আমরা আগেই কথা দিয়েছিলাম বাংলাদেশের সাইবার স্পেস আক্রমনের প্রসঙ্গ উঠলে বাংলাদেশ কিন্তু বসে থাকবে না বরং কাউন্টার হবে ক্ষত-বিক্ষত।
সিভিলিয়ান ফোর্সের ফাউন্ডার আদিল হাসান জানান, আমরা আমাদের নাগরিকদের বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই, বাংলার সন্তানরা ভয়াবহ কাউন্টার এ বিশ্বাসী। আমরা যদি দেশের সরকারি সাইটের দেখা শুনা করার দায়িত্ব পাই বাংলাদেশের বেসরকারি সাইট ব্যাতিতো গভ: সাইটের ক্ষতি কোনো বহিরাগত দেশ করতে পারতো না বরং উল্টো কাউন্টার খেয়ে তাদের অপারেশন বন্ধ করতে ব্যাস্ত হয়ে যেতো।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশের সরকারি সাইটের দায়িত্ব অজ্ঞ কিছু ব্যাক্তিদের হাতে থাকায় সাইট আপডেট এর নাম করে বিপুল অর্থ নিয়ে যাচ্ছে অথচ সাইটে নেই কোনো সিকিউরিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post