প্রবাসীর নামে ফেসুবক আইডি খুলে প্লেনের টিকিট কাটার নামে ১৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি রংপুরে অভিযান চালিয়ে মো.মিজানুর রহমান নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রংপুরের কোতোয়ালি থানার বাসিন্দা।
ডিবি সূত্রে জানা যায়, মিজানুর এক অস্ট্রেলিয়ান প্রবাসীর নামে ফেসবুক আইডি খুলে তার বন্ধুকে ম্যাসেজ দেন। ম্যাসেজ দিয়ে বলেন ‘আমি এখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসার পরিকল্পনা করছি। প্লেনের ওয়াইফাই ব্যবহার করে আপনাকে নক দিয়েছি। আমার চট্টগ্রাম-ঢাকা যাওয়ার প্লেনের চারটি টিকিট কেটেছি। টিকিটগুলো কনফার্ম করার জন্য এজেন্সিকে টাকা পাঠাতে হবে। আমি একটি বিকাশ নম্বর দিচ্ছি, আপনি টাকা পাঠিয়ে টিকিটগুলো কনফার্ম করে দেন আমাকে। তার কথা মতো ওই ব্যক্তি বিকাশ নম্বরে ১৮ হাজার টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর তিনি দেখেন তার বন্ধুর আইডি থেকে সব ম্যাসেজ ডিলিট করা হয়েছে। পরে তার সন্দেহ হলে তিনি একই নামে তার বন্ধুর আরেক আইডিতে নক দিয়ে জানতে পারেন, তিনি অস্ট্রেলিয়াতেই আছেন। তার বন্ধুর নামে ওই আইডিটি ছিল ভুয়া।
ঘটনার দীর্ঘ দিন পর গত ১৪ আগস্ট ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে মিজানুরের সম্পৃক্তরা পায় পুলিশ। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মিজানুরের টার্গেট ছিল প্রবাসীর আত্মীয়স্বজন ও বন্ধুরা। টার্গেট ব্যক্তিদের নাম, ছবি ব্যবহার করে তাদের নামে ফেক ফেসবুক আইডি খোলেন মিজানুর। আবার কখনো কখনো তাদের অ্যাকাউন্টও হ্যাক করে ফেলতেন। পরে টার্গেট ব্যক্তির পরিচিতজনদের প্লেনের টিকেট কনফার্ম করতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চেয়ে ম্যাসেজ দিতেন। এভাবে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post