ভাড়াটে সেনা সরবরাহকারী ভাগনার গ্রুপে সেনা নিয়োগ চলছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। ভিডিওতে সামরিক পোশাক পরিহিত অবস্থায় রাইফেল হাতে একটি মরুভূমিতে দাঁড়িয়ে তাকে কথা বলতে দেখা যায়। সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি ভাগনারের সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছেন প্রিগোশিন।
প্রিগোশিন সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেন, ভাগনার সব মহাদেশে রাশিয়ার গৌরব বাড়াতে অবদান রেখেছে। এখন আফ্রিকার মানুষকে আরও বেশি মুক্ত ও খুশি করতে এবং তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করব। আমরা ইসলামিক স্টেট, আল-কায়েদাসহ সব দস্যুর জীবনকে দুঃস্বপ্নে পরিণত করব।
তিনি বলেন, ভাগনার গ্রুপ সেনা নিয়োগ অব্যাহত রেখেছে। সেই সঙ্গে যাঁরা এই সেনা সরবরাহকারী গ্রুপে যুক্ত হতে চান, তাঁদের যোগাযোগ করার জন্য ভিডিওতে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আফ্রিকার কোনো জায়গায় দাঁড়িয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রিগোশিন। তিনি বলেন, এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি। তবে সবকিছু আমাদের পছন্দমতো রয়েছে।
গত জুনের শেষের দিকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার পর এটাই প্রিগোশিনের প্রথম ভিডিও বার্তা। ভাগনারপ্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ভাগনার সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোশিনের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post