বিমান নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ১৯০৩ সালে উড়োজাহাজ আবিষ্কারের পর এনিয়ে আগ্রহ আরও বেড়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ধারায় আজকের এই আধুনিক বিমান। কিন্তু এতে কী থাকে, কেন থাকে ইত্যাদি বিষয় নিয়ে মানুষের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। কারণ, অধিকাংশ মানুষই এগুলো সম্পর্কে জানেন না। গাড়ির মত বিমানে কি হেডলাইট থাকে, এমন প্রশ্ন উঁকি দেয় অনেকের মনে। আসলেই কি বিমানে হেডলাইট থাকে।
হ্যা, বেশিরভাগ বিমানে হেডলাইট থাকে। কিন্তু গাড়ি চালানোর সময় হেডলাইট যেভাবে ব্যবহার করা হয়, বিমানে সেভাবে ব্যবহার করা হয় না। বরং নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করা হয়। অধিকাংশ মানুষ মনে করেন বিমানের হেডলাইটগুলো গাড়ির মত। কিন্তু এটি ঠিক নয়। উড়োজাহাজের হেডলাইট থাকার প্রধান কারণ হলো, রানওয়েতে অবতরণের সময় যেন অন্যান্য বিমানের সঙ্গে সংঘর্ষ না হয়।
বিমানের হেডলাইটগুলোকে সাধারণত ল্যান্ডিং লাইট বলা হয়। সাধারণ হেডলাইটের তুলনায় এগুলো আকারে তুলনামূলকভাবে ছোট, বেশ উজ্জ্বল আলোর এবং প্রায় ৮ ইঞ্চির ৬০০ ওয়াট ক্ষমতার হয়ে থাকে। হেডলাইটগুলো সাধারণত যখন একটি বিমান অন্যান্য বিমান বা যানবাহনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে তখনই ব্যবহার করা হয়। আকাশে উড়ে যাওয়ার সময় বা মাটিতে নেমে আসার সময়ও বিমান হেডলাইট বা ল্যান্ডিং লাইট জ্বালায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post