দুবাইয়ে অবস্থান করা মামাতো বোনের স্বামীকে প্রায় ২০ লাখ টাকা দেওয়া হয়। কথা ছিল, তিনি এলাকার বেশ কয়েকজন যুবককে বিদেশে নেবেন। কিন্তু কয়েক বছর পার হলেও সেখানে নেওয়ার কোনো সম্ভাবনা দেখা যায়নি। উপায় না দেখে বাড়িতে থাকা বোনের কাছে টাকা ফেরত চান ভাই।
কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় ক্ষোভ ও হতাশায় ঘরের দরজার কাছে বিষপান করেন তিনি। সোমবার (২১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মো. রইছ উদ্দিনের মেয়ে রেখা আক্তারের বিয়ে হয় পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবের গ্রামের মহির উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলামের সঙ্গে।
বিয়ের পরপরই দুবাই চলে যান রফিক। সেখান থেকে ভালো কাজ ও বেতনের আশ্বাসে নিজ এলাকা ছাড়াও শ্বশুরবাড়ি এলাকার অনেক যুবককে তার কাছে নিয়ে যান। কিন্তু কথা ও কাজে অমিল থাকায় লাখ লাখ টাকা খরচ করে দুবাই যাওয়ার পর বছর না পেরোতেই অনেকে দেশে চলে আসেন। এ অবস্থায় তিন মাস আগে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসেন রফিকের মামাতো শ্যালক মিজানুর রহমান (২৫)।
তার মাধ্যমেই বোনজামাই রফিক হাতিয়ে নেন প্রায় ২০ লাখ টাকা। এ নিয়ে বাড়িতে থাকা রফিকের স্ত্রী রেখা আক্তারের কাছে বেশ কয়েক মাস ধরে টাকা ফেরত দেওয়ার কথা বলেন মিজান। কিন্তু কোনো ধরনের আশ্বাস পাচ্ছিলেন না। এর মধ্যে গতকাল সোমবার দুপুরে মিজান বোন রেখা আক্তারে কাছে গিয়ে টাকা ফেরত চাইলে রেখা উচ্চবাচ্য করেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলতেই মিজান ঘরর দরজায় দাঁড়িয়েই হাতে থাকা কীটনাশন পান করে ফেলেন।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই তার চিকিৎসা চলছে। রফিকের এলাকায় খবর নিলে জানা যায়, তার নিজ গ্রামের অনেক ব্যক্তিকে দুবাই নেওয়ার কথা বলে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন রফিক। কিন্তু বিদেশে নিতে পারেননি। তাদের পরিবার টাকা ফেরত চেয়ে রফিকের বাড়িতে তাগাদা দিয়ে আসছে।
এ ব্যাপারে রফিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে বাবার বাড়িতে থাকা রফিকের স্ত্রী রেখা আক্তার জানান, তিনি টাকার বিষয়ে কিছুই জানেন না। তবে টাকা যে তার স্বামী নিয়েছে তা তিনি অনেক লোকের কাছ থেকে শুনেছেন। এ অবস্থায় এত টাকা ফেরত দেওয়া তার পক্ষে সম্ভব না। এতে অনেকেই তার প্রতি ক্ষুব্ধ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post