কুয়েতে জাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। তিনি মাত্র ৬ দিন আগে ওই দেশে গিয়েছেন। স্ট্রোক করার পর বৃহস্পতিবার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাইদুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার চরেরগাঁও গ্রামে।
কুয়েতে থাকা মৃতের নিকটাত্মীয় জাবের হোসাইন বলেন, জাইদুল বুধবার অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। তিনি আরো বলেন, মাত্র ছয়দিন আগে জাইদুল কুয়েতে আসেন। তবে তীব্র দাবদাহে সে এই দেশে মানিয়ে নিতে পারছিলোনা। এরপর অতিরিক্ত গরম সইতে না পেরে তার এই পরিণতি হলো।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ২০১৬ সালের ২১ জুলাই রাজধানী কুয়েত সিটিতে বিশ্বের ইতিহাসে তৃতীয়-সর্বোচ্চ তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post