ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের দূতাবাসের কার্যক্রম আবার শুরু হয়েছে। তেহরানে সৌদি দূতাবাস বন্ধের সাত বছর পর তা আবার চালু হলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানায়, তেহরানে সৌদি দূতাবাস আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেছে। গেলো সপ্তাহের রোববার থেকে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে গত জুন মাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে রিয়াদে ইরানি দূতাবাস পুনরায় চালু করা হয়। ইরানি গণমাধ্যমের খবর বলছে, তেহরানে সৌদি দূতাবাস পুনরায় খোলার ক্ষেত্রে বিলম্বের মূলে রয়েছে ভবনের বাজে অবস্থা। ২০১৬ সালের বিক্ষোভকালে দূতাবাস ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। এর জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব। এরপর চীনের মধ্যস্থতায় গত মার্চে একটি চুক্তির ঘোষণা দেয় শিয়াপ্রধান ইরান ও সুন্নিপ্রধান সৌদি। চুক্তি অনুযায়ী, দেশ দুটি আবার নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালু করতে রাজি হয়।
এদিকে সৌদির আমন্ত্রণে শীঘ্রই দেশটিতে সফর করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদোল্লাহাইমিন। এতে এই দুই মুসলিম দেশের শক্তিশালী সম্পর্ক আরও জোরদার হবার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post