ফরিদপুরে বালুবাহী ট্রাকের চাপায় রুবেল মন্ডল (২৮) নামে এক ওমান প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল মজিদ খার ডাঙ্গী সর্দার বাড়ী সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুবেল মন্ডল (২৮)। তিনি রুবেল উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামের খলিল মন্ডলের ছেলে। তিন ভাই বোনের মধ্যে রুবেল ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাসের ছুটি নিয়ে ওমান থেকে বাড়িতে এসেছিলেন রুবেল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অপর একজন মোটরসাইকেল চালিয়ে চরভদ্রাসন যাচ্ছিলেন। রুবেল তার পেছনে বসা ছিলেন। বালু বোঝাই করে একটি ট্রাক সেই রাস্তা দিয়েই যাচ্ছিলো। পথে একটি ব্রিজের কাছাকাছি পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। আর ট্রাকের পেছনের চাকা রুবেলের কোমরে উঠে যায়। এ সময় চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। রুবেলের সঙ্গে থাকা গুরুতর আহত অপর একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, নিহতের পরিবার থেকে কোনো আইনগত ব্যবস্থা নিবে না বলে জানিয়েছেন। ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post