ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিরতেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী। বুধবার রাতে বিমানবন্দরের উড়োজাহাজ পার্কিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা ও এক বিমান কর্মী নিহতের ঘটনাটি প্রবাস টাইমকে নিশ্চিত করেছেন এয়ারপোর্টের প্রধান নির্বাহী কামরুল ইসলাম।
তিনি জানান, বিমানবন্দরের ভেতরে ৭ নম্বর বে’তে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী গাড়ি তাকে চাপা দেয়। গাড়িটির চালকসহ সংশ্লিষ্টদের পুলিশে দেওয়া হয়েছে। জানা গেছে, নিহত সাদ্দাম হোসেন বিমানের প্রকৌশল বিভাগের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার ছিলেন। দুর্ঘটনার সময় এপ্রোন এলাকা রাখা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিলেন তিনি।
বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। লাশ উত্তরার উইমেন্স মেডিকেল কলেজে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিমানবন্দরের ভেতরে নানা কাজে চলাচলকারী যানবাহনগুলোর গতি খুবই সীমিত থাকে। এর মধ্যেও এই ঘটনা ঘটল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post