ওমানে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী সুস্থ হয়েছেন। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১২৬৫ জন এবং সুস্থ হয়েছে ১৮৫৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৯৬৮ জন ওমানি নাগরিক এবং বাকি ২৯৪ জন প্রবাসী। মোট আক্রান্ত ৪৮,৯৯৭ জন এবং সর্বমোট সুস্থ ৩১,০০০। গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ২২৪ জন।
ওমানে হঠাত আক্রান্ত বাড়ার কারণ জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক উপ-সচিব ও সুপ্রিম কমিটির সদস্য মোহাম্মদ সাইফ আল হোসনি। ওমান টিভির এক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, নতুন করোনা রোগীর সংখ্যা তিন সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়েছে। আর এই সময়ে ১০৪ জন মারা গিয়েছেন যাদের মধ্যে অর্ধেকেরও বেশি ওমানি নাগরিক। তিনি আরও বলেন, “রয়েল হাসপাতালে নিবিড় পরিচর্যা (আইসিইউ) শয্যাগুলি একশো বেডে বৃদ্ধি পেয়েছে। এটিও লক্ষণীয় হতে পারে যে, করোনায় পজিটিভ বেশিরভাগ রোগীকে হাসপাতালে ভর্তি হওয়া দরকার। যাদের মধ্যে ২০ শতাংশের জন্য নিবিড় পরিচর্যা-কেন্দ্র প্রয়োজন।”
আল হোসনি জানিয়েছেন, সোহার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ১৩ জন রোগী এবং অন্যান্য এলাকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ১১ জন রোগী রয়েছেন। তিনি আরও বলেন, শ্বাসকষ্টের যে কোনও উপসর্গ যেমন সর্দি, কাশি বা শুকনো গলা হয় তাহলে অতিদ্রুত তাকে করোনা পরীক্ষা করা উচিত। তবে ওমানে অসচেতনতায় করোনা প্রকোপ বেড়েই চলছে বলেও জানিয়েছেন তিনি। দেশটিতে সাধারণ জনগণের সাবধানতার অভাব রয়েছে, যার মধ্যে পারিবারিক সমাবেশ, জন্মদিন, গাড়ীতে জড়ো হওয়া (একাধিক ব্যক্তি)। আক্রান্ত ব্যক্তিরা অন্যদের সাথে মিশে সংক্রমিত করা ও কিছু সংস্থার কর্মীদের তাপমাত্রা না মেপেই তাদের সকল কর্মীদের কাজ করার ব্যবস্থা করায় এই করোনার মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানান তিনি। সুত্রঃ ওমান ডেইলি
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৩ হাজার ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৫১ জনে। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আরও পড়ুনঃ ওমানে মাত্র ৮ দিনের শিশু করোনা থেকে সুস্থ হলেন
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩ হাজার ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ১৫১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৫৩ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৭৮ হাজার ১০২ জন।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post