মালয়েশিয়ার মানজুংয়ে ১৪ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সবমিলিয়ে মোট ৯০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ আগস্ট) দেশটির অভিবাসন বিভাগ অপস সাপু, সেলেরা, কুটিপ ও বেলেঞ্জা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
মালয়েশিয়ার দ্য সান ডেইলি বলছে, অভিযানে শিশুসহ ১০৪ জনকে আটকের পর ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিবাসন বিভাগের পরিচালক হাফজান হোসাইনি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ছয় ঘণ্টা অভিযান চালানো হয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ও ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৬২ পুরুষ, ২৩ নারী ও পাঁচ শিশুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ৬৬ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন বাংলাদেশের, পাঁচজন মিয়ানমারের, দুজন নেপালের এবং ভারত ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন। অভিবাসন আইন, মানবপাচার ও চোরাকারবারি রোধ আইন এবং পাসপোর্ট আইনে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
হাফজান হোসাইনি বলেন, যারা অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ দিয়েছেন এমন আমরা বাড়ির মালিকদের বিরুদ্ধেও তদন্ত করব। তাই জনসাধারণকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আইন অমান্য করে যারা মালেশিয়ায় অবস্থান করছে তাঁদের ধরতে সাহায্যে এগিয়ে আসুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post