ওমানের জাতীয় সংসদে প্রবাসীদের আবাসনের ব্যাপারে আলোচনা হয়েছে। সোমবার (৬-জুলাই) ওমান ডেইলির এক সংবাদে এই খবর জানানো হয়েছে। খবরে বলা হয়েছে যে, ওমানের জাতীয় সংসদ (মজলিসে শুরা) সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি আবাসিক অঞ্চলে প্রবাসী শ্রমিকদের ইস্যু নিয়ে আলোচনা করেছে। বৈঠকে বলা হয়েছে যে, প্রবাসীদের একক মালিকানায় আবাসিক এলাকায় বাড়ি থাকার সমস্যাটি নিয়ে মন্ত্রীপরিষদ কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কাউন্সিল জাতীয় নগর উন্নয়ন কৌশল নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি এই সমস্যার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
জনশক্তি রেজ্যুলেশন কমিটির মতামত অনুযায়ী, প্রবাসী কর্মীদের আবাসন সরবরাহের জন্য বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলিকে বাধ্যতামূলক পরিদর্শন জোরদার করার উপর জোর দিতে হবে। মাস্কাটের একজন কর্মকর্তা বলেন যে, আবাসিক এলাকার বাইরে শ্রম শিবির স্থাপনের প্রয়োজন যা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রবাসীদের কর্মক্ষেত্রের নিকটবর্তী শ্রমিকদের জন্য একটি নগর তৈরি করা উচিত। মাস্কাট পৌরসভার এক আদেশে বলা হয়েছে যে, আবাসিক বা বাণিজ্যিক এলাকায় একক প্রবাসী শ্রমিকদের জন্য কমপ্লেক্স বা ভবন স্থাপনের অনুমতি নেই। সুত্রঃ ওমান ডেইলি
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post