ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে শিয়া ধর্মাবলম্বীদের একটি মাজারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আট জন আহত হয়েছেন। ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের প্রাদেশিক কমান্ডার ইয়াদুল্লাহ বৌয়ালি জানান, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে শাহ চেরাগ মাজারে হামলার এ ঘটনা ঘটে। অস্ত্রধারী এক ব্যক্তি মাজারের দক্ষিণ গেট দিয়ে ঢুকে চারজনকে গুলি করে। এরমধ্যে একজন মারা যান।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল, ২৪০টি গুলিসহ আটটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ ঘটনার পর মাজারের ভেতরের ব্যক্তিরা দৌড়ে মাজার থেকে বেরিয়ে যায় এবং আশপাশের দোকানিরা তাদের দোকানপাট বন্ধ করে দেয়। এছাড়াও মাজারের ভেতরের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, মাজারের দেয়াল ও জানালায় গুলির আঘাতে গর্ত সৃষ্টি হয়েছে। আর মেঝেতে লেগে থাকা রক্তও দেখা গেছে।
এক বছরের কম সময়ের মধ্যে শাহ চেরাগ মাজারে এ নিয়ে দ্বিতীয়বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। শাহ চেরাগ মূলত শিয়া ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। গত বছরের ২৬ অক্টোবর এখানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই বন্দুকধারীসহ ১৫ জনের প্রাণ গিয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post