সৌদি আরবে ওমরাহ করে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা সবাই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। শনিবার (১২ আগস্ট) সৌদি আরবের মক্কা নগরীতে স্থানীয় সময় দুপুর ২টায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে ইউসুফ মাঝি নামের ওই প্রবাসী নিহত হন।
জানা যায়, প্রবাসী চারজন মিলে কর্মস্থল থেকে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে যান। দুপুরে ওমরাহ’র আনুষ্ঠানিকতা শেষে একটি গাড়িতে করে কর্মস্থলে ফিরছিলেন তারা। এ সময় গাড়িটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িতে থাকা বাবা বাচ্চু মাঝি, ভাই রাকিব মাঝি এবং আরও এক প্রবাসী গুরুতর আহত হন।
আহতদের সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ২০ বছর আগে কাজের তাগিদে সৌদি আরবে যান বাচ্চু মাঝি। এরপর তার দুই ছেলেকেও নিয়ে যান সেখানে। শনিবার তার বড় ছেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। এদিকে, দুর্ঘটনায় পরিবারের সদস্যদের হতাহতের ঘটনায় চাঁদপুরে বাচ্চু মাঝির বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় স্বজন হারানোর ব্যাথায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post