ওমানের মাহদাহ প্রদেশের উপত্যকায় স্রোতে ভেসে যাওয়া দুটি গাড়ির সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযানের পর তিনটি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির সিভিল ডিফেন্স। টাইমস অফ ওমানের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার মাহদাহের একটি উপত্যকার স্রোতে দুটি গাড়ি ভেসে যাওয়ার খবর পায় আল বুরাইমি অঞ্চলের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স বিভাগ। ওই দুই গাড়িতে ৭ জন যাত্রী ছিলেন। অনুসন্ধানে নেমে সেসময় তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও বাকি তিনজনকে নিখোঁজ ঘোষণা করা হয়।
পরে বুরাইমি পুলিশ কমান্ড এবং স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান অভিযানে নামে উদ্ধারকারী দল। দীর্ঘ অভিযানের পর ৩জনের মরদেহ উদ্ধার করে তারা। এই অনুসন্ধান তৎপরতায় সহযোগিতার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
এদিকে ওমানজুড়েই বেশ কিছুদিনের ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অতিবৃষ্টির ফলে দেশটির কয়েকটি প্রদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এরইমধ্যে আল বাতিনার রুস্তাক প্রদেশসহ কয়েকটি উপত্যকা পানির ঢলে প্লাবিত হয়েছে। পাশাপাশি এসব যায়গায় তীব্র স্রোতও তৈরি হয়েছে। এছাড়া চলমান বৃষ্টিপাত আরও বেশকিছুদিন অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছে ওমানের আবহাওয়া বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post