সৌদি আরব থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে ফুটপাতে মাইকিং করেছেন এক প্রবাসী। প্রবাসের রঙিন হাতছানির আড়ালে থাকা করুণ বাস্তবতা জানিয়ে মানুষকে সচেতন করতেই তার এই উদ্যোগ। মাইকিং করা ভুক্তভোগী ওই প্রবাসীর নাম গোলাপ রহমান। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। ১০ আগস্ট সকাল থেকেই বিমানবন্দর এলাকায় একটি হ্যান্ডমাইক নিয়ে গোলাপ নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে থাকেন।
দুর্দশার কথা জানিয়ে গোলাপ বলেন, সৌদিতে থাকা প্রবাসীদের অবস্থা ভালোনা, হাজার হাজার মানুষ জেল খাটতেছে। আকামার মেয়াদ নাই, দূতাবাসের সেবা নাই আর প্রবাসীদের দাম নাই ছন্দ মিলিয়ে গোলাপ বলতে থাকেন, বিভিন্ন ব্যবসায় টাকা দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন প্রবাসীরা। খাবার খাওয়ার মত অবস্থাও তাঁদের নাই।
সর্বসাধারণকে গোলাপের পরামর্শ, কেউ হজ্ব বা ওমরা বাদে সৌদিতে আর যাবেন না। সৌদির অবস্থা ভালো না, হাতের ফোন মানিব্যাগ পর্যন্তও ডাস্টবিনে ফেলে দেয়া হয়। আক্ষেপের সুরে ওই প্রবাসী বলেন, আগে সৌদিতে কেবল নারীদের হেনস্থা করা হতো, আজকাল পুরুষরাও সেখানে নিরাপদ না। সবশেষ তার অনুরোধ, কেউ যাতে নিজে এবং পরিবারের কাওকে উপার্জনের জন্য সৌদিতে না পাঠায়।
জানাগেছে, ৯ আগস্ট রাত ১টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্স SV802 ফ্লাইটে ২৩০ জেল ফেরত কর্মীর সাথে দেশে ফিরেন গোলাপ রহমান। তিনি ২০২০ সালের মার্চ মাসে রিক্রুটিং এজেন্সি জেএসকে ট্রাভেলস এর মাধ্যমে সৌদি আরবে যান। কিন্তু সেখানে এতো সময় কাজ করেও বেতন ও আকামা পাননি। ফলে দেশটির পুলিশ ধরে নিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post