ওমানের রাজধানী মাস্কাটের বাণিজ্যিক কেন্দ্র খোলা রাখার নতুন সময়সীমা ঘোষণা করেছে মাস্কাট সিটি কর্পোরেশন। সোমবার (৬-জুলাই) মাস্কাট কর্তৃপক্ষ এক বিবৃতিতে বাণিজ্যিক কেন্দ্র/মল খোলার সময় সংশোধন করে নতুন এক সময়সীমা ঘোষণা করে। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে মাস্কাটের হাইপার মার্কেট ব্যতীত বাণিজ্যিক কেন্দ্র ও মলগুলি সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। করোনা বিস্তারে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসাবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসার্স (এসওপি) গত সপ্তাহে মল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খোলার এই সময়সীমা নির্ধারণ করে।
এসওপি জানিয়েছে যে, ৬০ বছর বা তার বেশি বয়সের বৃদ্ধ ও ১২ বছরের কম বয়সী শিশুরা কোনো মলে প্রবেশ করতে পারবে না। সকলের সুরক্ষা নিশ্চিত করতে মলে প্রবেশের আগে সকল দর্শনার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হবে। নির্দেশিকা অনুসারে, সকল মলগুলির সামনে গ্রাহকরা ভীর করতে পারবে না। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মলে মসজিদ বন্ধ থাকবে। একটি মলের ৫০ শতাংশের বেশি পার্কিং হবে না। নিরাপত্তা কর্মী ও অপারেশন কর্মীরা এটি নিয়ন্ত্রণ করবে। মলে কোনো কারণ ছাড়া আড্ডা দেওয়া বা ক্যাফে ও রেস্তোরাগুলির খাওয়ার জন্য খাবার পরিবেশন বন্ধ থাকবে। তবে খাবার কিনে নেওয়ার ব্যবস্থা চালু থাকবে।
মল ব্যবস্থাপনায় স্যানিটাইজেশন ও জীবাণুমুক্ত রাখতে হবে। খুচরা বিক্রেতাদের স্টোরগুলিতে নিয়মিত পরিদর্শন বাড়ানো হবে। খুচরা বিক্রেতাদের কোনো কর্মচারী একটি শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর হতে পারবে না। সকলের মাস্ক পড়তে হবে। মলের ভিতরে ভিড় করা যাবে না। মলের সমস্ত প্রবেশ পথে একটি সাইনবোর্ড স্থাপন করা হবে, যাতে গ্রাহকরা দুই ঘণ্টার বেশি সময় মলে থাকতে না পারে। এইসব আইন অমান্য করলে এই ক্ষেত্রে মল কর্তৃপক্ষের জরিমানা করা হবে।
আরও পড়ুনঃ ওমানে মাতরাহ’র করোনা নিয়ন্ত্রণে
দর্শনার্থী, খুচরা বিক্রেতা ও তৃতীয় পক্ষের ঠিকাদার কর্মীরা সমস্ত এন্ট্রি পয়েন্টগুলিতে রাখা থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করবেন। বিক্রেতাদের বা ঠিকাদারদের সাথে সকল বৈঠকের সময়সীমা নির্ধারণ করতে হবে টেলি কনফারেন্স বা অনলাইনের মাধ্যমে। তাদের যথাসম্ভব মুখোমুখি সভা এড়াতে হবে। যদি মুখোমুখি কোনো বৈঠক হয় তাহলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মলে লিফট, এস্কেলেটর, খাবারের দোকান, এটিএম ইত্যাদি ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post