চলতি বছরের জুলাইয়ে রোমানিয়ায় ৫৫ বাংলাদেশিসহ মোট ১৬০ জনেরও বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ১১৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইনফোমাইগ্রেন্টস তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় জানিয়েছে, ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে আটক ১৬৫ জন অভিবাসীকে দেশটির আরাদ এবং ওটোপেনির আটককেন্দ্রে রাখা হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি, ৩৫ জন পাকিস্তানি, ১৯ জন মিসরীয় অভিবাসী এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
আটক অভিবাসীদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটির সীমান্ত পাড়ি দেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ও দেশ ত্যাগের নোটিশ না মেনে রোমানিয়ায় অবৈধভাবে অবস্থান করার অভিযোগ রয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৯ জুলাই পরিচালিত এক অভিযানে আরাদ কাউন্টির অভিবাসন কর্মকর্তারা ২১ থেকে ৪৬ বছর বয়সী ১১ অভিবাসীকে সীমান্তরক্ষীদের থেকে উদ্ধার করে। তাদের মধ্যে ছয়জন মিসরের, দুজন বাংলাদেশের এবং তিনজন ভারত, তুরস্ক ও ভিয়েতনামের নাগরিক। এ ছাড়া অন্যান্য অভিযানে বাকিদের বিভিন্ন সীমান্ত ও শহর এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে বাকিদের ডিপোর্ট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আটককেন্দ্রে রাখা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post