ইতালির উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ৪১ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এরমধ্যে মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে তিউনিশিয়া থেকে ৪৫ জন অভিবাসপ্রত্যাশী নিয়ে রওনা হয় নৌকাটি। সেখানে তিনজন শিশুও ছিল। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের জানান, তারা একটি নৌকায় করে তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করেন। কিন্তু ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। যাত্রার কয়েক ঘণ্টা পরই নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবিতে বেঁচে যাওয়া চারজন আইভরিকোস্ট এবং গিনির নাগরিক। তারা গত ৯ আগস্ট ল্যাম্পাডুসায় পৌঁছান। প্রতিবছরই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করে লাখ লাখ মানুষ। যাত্রাপথে নৌকাডুবে প্রাণ হারায় হাজারো মানুষ। তারপরও এই যাত্রা বন্ধ হয় না। চলতি বছর এ পর্যন্ত অন্তত ১ হাজার ৮০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post