ওমানের সবচেয়ে করোনা ঝুঁকিপূর্ণ অঞ্চল মাস্কাটের মাতরাহ অঞ্চল এখন করোনা নিয়ন্ত্রণে। সোমবার (৬-জুলাই) এই অঞ্চলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ২ জন। সোমবার গোটা মাস্কাটে মোট করোনায় আক্রান্তের পরিমাণ ৪৫৩ জন। মাস্কাটের সবচেয়ে কম করোনায় আক্রান্ত এলাকার মধ্যে মাতরাহ রেকর্ড করেছে। রাজধানীতে সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্ত হয়েছে সিবে ১৭১ জন বা ৩৭.৭ শতাংশ। এর পরেই রয়েছে বাউশার সেখানে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ জন বা ২০.৩ শতাংশ। মাস্কাটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ জন বা ১৫ শতাংশ, আল আমরাতে ৫২ জন বা ১১.৪ শতাংশ ও কুরিয়াতে ৪৩ জন বা ১০ শতাংশ।
মাস্কাটের বাইরে উত্তর আল বাতিনায় করোনা সংক্রমণের হার ব্যাপক পরিমাণের বেড়েছে। এই অঞ্চলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১৭ জন। এর পরেই রয়েছে দক্ষিণ বাতিনাহ ২৭৭ জন, ধোফার অঞ্চলে ১৬১ জন, আল ওস্তায় একশ জন। আল দাখেলিয়াহতে ৯৫ জন। দক্ষিণ শারকিয়াহতে ৫৪ জন, উত্তর শারকিয়াহতে ৪৮ জন, দাহিরাহতে ৩৫ জন, আল বুড়াইমিতে ১৪ জন মুসান্দামে তিন জন করোনায় আক্রান্ত হয়েছে। ওমানের সংক্রমণের নতুন সংখ্যার আপডেটটি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারাসুদ অ্যাপ্লিকেশন থেকে পাওয়া গিয়েছে।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post