পরিবারের সদস্যদের পিটিয়ে দুই প্রবাসীর বাড়ি থেকে মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। গেলো রোববার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এই ডাকাতির ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী গণমাধ্যমকে ডাকাতির খবর নিশ্চিত করেছেন। আহতরা হলেন- প্রবাসী দৌলত খানের বাড়ির মিজান খা, গোলাপ খান এবং আকবর আলীর বাড়ির হোসেন আলী, শেলী আক্তার ও নার্গিস আক্তার।
জানা যায়, চুনারুঘাট উপজেলায় রাতে ধনচী গ্রামের কুয়েত প্রবাসী দৌলত খানের বাড়িতে হানা দেয় ১০ থেকে ১২ জনের ডাকাত দল। এসময় প্রবাসীর ভাই মিজান খান তাদের প্রতিরোধ করতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর পরিবারের নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেলসহ মালামাল লুট করে নিয়ে যায়।
একই সময় কালিশিড়ি গ্রামের সৌদি আরব প্রবাসী আকবর আলীর বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল তার ভাই হোসেন আলীসহ চারজনকে মারধর করে মালামাল লুটে নেয়। পরে খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির প্রধান ফটক ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মাস্ক পরা ডাকাতরা বাড়িতে প্রবেশ করে লোকদের হাত-পা বেঁধে ডাকাতি করে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার রামরাইল গ্রামে এ ঘটনা ঘটে। সেসময় ডাকাতদলের হামলায় নারী-পুরুষসহ ৪জন আহত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post