সৌদি থেকে দেশে ফিরে বাড়িতে যাওয়ার সময় এক প্রবাসী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার নাম আহসান উল্লাহ। বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার সিংগুরা এলাকায়। তিনি ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। মঙ্গলবার রাত পৌনে ৮টায় তাকে যাত্রাবাড়ী থানার সায়দাবাদ এলাকা থেকে অচেতন অবস্থা উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে ওয়ার্ডে ভর্তি দেন।
আহসান উল্লাহকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএস আই) তসলিম বলেন, খবর পেয়ে তিনি সায়দাবাদ এলাকার ওরিয়ন গ্রুপের সামনে থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন। তার পাসপোর্ট দেখে তার নাম পরিচয় পাওয়া যায়। তিনি আজই সৌদি আরব থেকে দেশে এসেছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা কররা যাচ্ছে প্রতারক চক্রটি তাকে অজ্ঞান করে তার কাছে থাকা টাকা ও ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। তবে প্রতারক চক্রটি তার কাছ থেকে কী কী নিয়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের একটি ওয়ার্ডে ভর্তি আছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post