দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেয়ার কারণে সেলিম মাতুব্বর নামে এক প্রবাসী বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রবাসী সেলিম দেশটিতে ব্যবসার কাজ করতেন। গেলো শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটারিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মাতুব্বর মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকাদি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে। তার মত্যুর খবর আসার পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের পরিবার থেকে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিক স্বছলতা ফেরাতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সেলিম মাতুব্বর। মাঝে মধ্যে দেশে আসলেও সেখানই তিনি স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন। গত শুক্রবার জুমার নামাজের পর সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাতের কোন এক সময় তাকে নিজ দোকানের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা এবং সেখানই তার মত্যু হয়।
সেলিম মাতুব্বরের ছেলে কলেজ শিক্ষার্থী শিহাব আহম্মেদ জাবের কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার মামা আকরাম হোসেন ফোন করে বাবার মত্যুর কথা জানিয়েছেন।’ এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘নিহতের মরদেহ দ্রুত দেশে আনতে প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post