ওমান এয়ারের সামগ্রিক উন্নয়নের জন্য নতুনভাবে পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। সরকারের নিয়োগ করা বৈশ্বিক পরামর্শক সংস্থা অলিভার ওয়াইম্যান তাদের প্রতিবেদন জমা দেয়ার পর নতুন এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।
ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং ওমান এয়ারের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জি. সাইদ হামুদ আল মাওয়ালি বলেছেন: “ইতোমধ্যে একটি ‘ট্রান্সফরমেশন অফিস’ স্থাপনের মাধ্যমে আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি। এই অফিস ওমান এয়ারের জন্য গৃহীত সমুদয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।” ওমান এয়ারকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে আল মাওয়ালি বলেন, “আমরা আগামী চার-পাঁচ বছরের মধ্যেই ওমান এয়ার থেকে বড় মুনাফা ওঠাতে পারবো।”
ওমান এয়ার বর্তমানে ব্যাপক ঋণগ্রস্থ। তাই সংস্থাটির এখন প্রথম কাজ কাঙ্খিত মাত্রায় ঋণ কমানো। এছাড়া এয়ারলাইনটিকে দেয়া সরকারী ভর্তুকি সম্পর্কে মন্ত্রী জানান, চলমান ভর্তুকি শুধু এই বছরেই দেয়া হবে। এরপর থেকে ওমান এয়ারের ভর্তুকি নির্ভরতা কমিয়ে আনা হবে।
সোমবার আব্দুল আজিজ আল রাইসির বদলে নাসের আল সালমিকে ওমান এয়ারের ভারপ্রাপ্ত সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। এতে বোঝা যায় ওমান এয়ারের অগ্রগতি নিয়ে দেশটি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ওমান এয়ারের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সেসময় মন্ত্রী জানিয়েছেন, এটি এয়ারের পুনর্গঠন প্রক্রিয়ারই অংশ। ওমান ভিশন-২০৪০ বাস্তবায়নে তেল ও গ্যাসের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে চাইছে ওমান। তারই অংশ হিসেবে ওমান এয়ারের পুনর্গঠনে মনোযোগ দিলো সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post