আপনি যদি ভেবে থাকেন চাঁদের একটি দিন আর পৃথিবীর একদিন সমান, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। চাঁদের এক দিন পৃথিবীর প্রায় ২৮ দিনের সমান। চাঁদ মূলত ২৭ দশমিক ৩ দিনে পৃথিবীর চারপাশ একবার প্রদক্ষিণ করে করে। এর পেছনে রয়েছে চাঁদের ঘূর্ণন গতি। কেননা চাঁদের আহ্নিক গতি নেই। ধীর গতির ফলে পৃথিবীর চারপাশে চাঁদের প্রদক্ষিণ সম্পূর্ণ করতে প্রায় ২৮ দিন সময় লেগে যায়।
মূলত ২৭ দশমিক ৩ দিনে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার কক্ষপথ বরাবর প্রায় ২৬ দশমিক ৯ ডিগ্রি এগিয়ে যায়, সঙ্গে চাঁদও এক চক্র শেষ করে। তবে চাঁদ আগের অবস্থানে পৌঁছতে পারে না। ফলে কৌণিক দূরত্বের পিছিয়ে পড়া পথ শেষ করতে আরও সময় লেগে যায় তার।
সেই হিসাবে চাঁদে একবার সূর্য উদয় ও অস্ত হতে পৃথিবীর ২৭ দশমিক ৩ দিনের সমান সময় লাগে। এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সম্প্রতি উৎক্ষেপণ করা চন্দ্রযান-৩ দ্রুতই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৩ আগস্ট এটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে। ইতোমধ্যে চন্দ্রযানটি বেশকিছু ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post