চীনে ফুটপাতের নুডলস বিক্রেতার অপমানের বদলা নিতে গিয়ে এক ব্যক্তি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বিক্রেতা নুডলস কেনার সামর্থ্য নেই বলে ওই ব্যক্তিকে অপমান করার পর তিনি ওই কাণ্ড ঘটিয়েছেন।
সোমবার হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে চীনের শানডং প্রদেশে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রাতের বাজারে গিয়ে বিক্রেতার কাছে অপমানিত হয়েছিলেন। তিনি বিক্রেতাকে বলেছিলেন, এক বাটি ইনস্ট্যান্ট নুডলসের দাম ১৪ ইউয়ান। এটা অনেক বেশি।’ বাংলাদেশি মুদ্রায় ১৪ ইউয়ান ২০০টাকার সমান।
এ সময় বিক্রেতা তাকে ব্যাখ্যা করে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। নুডলসে কী কী দেওয়া হয়- জানতে চান ক্রেতা। নুডুলস বিক্রেতা তাকে বলেন, এটি বানাতে তিনি একটি ডিম ও দুটি সবজির পাতা ব্যবহার করেছেন। এরপরও প্রশ্ন করতে থাকলে জবাবে বিক্রেতা কোনও সায় না দিয়ে ওই ব্যক্তিকে দূরে সরিয়ে দেন। তারপরও ওই ব্যক্তি বেশি দামের কারণ নিয়ে চেচামেচি করতে থাকেন।
তখন বিক্রেতার ছেলে উঠে দাঁড়িয়ে বলেন, ‘যদি তোমার এত দামে কেনার সামর্থ্য না থাকে, তাহলে এখান থেকে চলে যাও।’ এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন ক্রেতা। তিনি প্রত্যেকটি নুডলসের প্যাকেটের দাম জানতে চান এবং বলেন, সব নুডলসই তিনি কিনে নেবেন। পরে মোট ৮৫০ ইউয়ান পরিশোধ করেন এবং নুডলস প্যাকেটগুলো দোকান থেকে মাটিতে একের পর এক ছুড়ে মারেন। অবশ্য এই ঘটনায় ওই ব্যক্তিকে অতিরিক্ত জরিমানাও গুনতে হয়েছে। বিক্রেতার ছেলে ক্ষমা চেয়েছে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post