ওমানের কয়েকটি কোম্পানি মালিক দেশটির শ্রম মন্ত্রণালয়ে বিশেষ অভিযোগপত্র জমা দিয়েছে। ওই অভিযোগপত্রে বেশকিছু শ্রমিকদের কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী কাজ না করা এবং পালিয়ে অন্যত্র যাওয়ার বিষয় মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনা হয়। এদিকে ওই অভিযোগপত্র আমলে নিয়ে কর্তৃপক্ষ সংক্ষুব্ধ শ্রমিকদের কিছু নির্দেশনা দিয়েছে। তারা বলছে, আইন জটিলতা এবং অন্যান্য সমস্যা এড়াতে এইসব শ্রমিকদের অভিযোগ পাওয়ার ৪০ দিনের মধ্যে আপিল আবেদন করতে হবে।
যদি ওই অভিযোগপত্র ভুল প্রমাণিত হয় তবে পরবর্তী ধাপে স্রমিকদের কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সেগুলো হলো-
১। রয়েল ওমান পুলিশের সিভিল স্টাটাস সেন্টারে লেবার কার্ড নবায়ন করে নিতে হবে
২। শ্রম মন্ত্রণালয়ের ওয়েসাইট থেকে অভিযোগের ফলোয়াপ প্রক্রিয়ার খোজখবর রাখা
৩। অথবা সানাদ অফিসের সহায়তায় নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন ক
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post