পারস্য উপসাগর এবং ওমান সাগরের নিরাপত্তার সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই এমনটি জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করবে আমেরিকা- ওয়াশিংটনের এমন পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল শেকারচি শনিবার এ মন্তব্য করেন।
মূলত পারস্য উপসাগরে মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক জঙ্গিবিমান মোতায়নের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নিজের সীমান্ত থেকে হাজার হাজার মাইল দূরে আরো একবার এই অনুপ্রবেশের পরিকল্পনা করছে আমেরিকা। তারা মূলত ইরানকে মোকাবেলার জন্য এই পরিকল্পনার কথা ঘোষণা করেছে। তবে ইরানও বারবার বলে আসছে, পারস্য উপসাগরের কৌশলগত পানিসীমায় ইরান বিদেশি সেনা উপস্থিতি কোনভাবেই মেনে নেবে না।
আমেরিকার এই পরিকল্পনা সম্পর্কে জেনারেল শেকারচি বলেন, আমেরিকার নীতি হচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার জন্য তৃতীয় কোনো দেশকে দায়ী করা এবং এটা হচ্ছে এই অঞ্চলে অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করার অজুহাত মাত্র। ইরানি কমান্ডার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমেরিকা মুসলিম দেশগুলোর সম্পদ লুট করছে এবং তা দিয়ে অস্ত্র তৈরি করে সেই অস্ত্র আবার এ অঞ্চলের দেশগুলোর কাছে বিক্রি করছে। আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারন করেছেন জেনারেল শেকারচি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post