সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কারিগরি শিক্ষা চালুর আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ৪ আগস্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কাতার, কুয়েত ও সৌদি আরবের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বলেন, প্রবাসীদের জন্য বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সসহ অন্যান্য কারিগরি শিক্ষা চালু করার প্রস্তাব করছি। কারিগরি শিক্ষাগ্রহণ করলে প্রবাসে ভালো বেতনের চাকরি পাওয়া যায়। পাশাপশি সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে দক্ষ অভিবাসী শ্রমিকের চাহিদা পূরণে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার আগে সৌদি প্রশিক্ষণ প্রতিষ্ঠান তাকামল থেকে দক্ষতা যাচাই ও প্রশিক্ষণ নিয়ে এলে সহজেই চাকরি পাওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সৌদি আরবে এসএসসি, এইচএসসি ও ডিগ্রি কোর্সে দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post