চট্টগ্রামে একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে একটি কন্টেইনার লরি। এই ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও অলৌকিকভাবে পরিবারের তিন সদস্যসহ এক প্রবাসী বেঁচে গেছেন। দীর্ঘ সময় পর প্রবাস থেকে শনিবার দেশে ফিরেছেন ফটিকছড়ি এলাকার আবু বক্কর। বিমানবন্দরে তাকে নিতে আসেন তার বাবা ও দুই সন্তান।
সকালে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে একটি প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ অতিক্রম করার সময় হঠাৎ এক স্কুলছাত্র রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় প্রাইভেটকারটির চালক আচমকা ব্রেক করে। পেছনে থাকা আরেকটি কন্টেইনার লরিও কড়া ব্রেক করে। এ সময় লরিটি কাত হয়ে প্রাইভেটকারের ওপর পড়লে কারটি চ্যাপ্টা হয়ে যায়। প্রাইভেটকারে থাকা যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। তারা এসে ক্রেন দিয়ে লরিটি সরিয়ে যাত্রীদের উদ্ধার করে। যাত্রীরা সবাই শঙ্কামুক্ত ছিলেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক ফিরোজ আলম গণমাধ্যমকে জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন লরিটি উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে আছে। পরে লরিটি সরিয়ে প্রাইভেটকারের চার যাত্রীকে উদ্ধার করা হয়। লরিটি কিছুটা হালকাভাবে পড়ায় যাত্রীরা বেঁচে গেছেন। ঘটনার সময় উপস্থিত পথচারীরা বিস্ময়ে বলতে থাকেন ‘রাখে আল্লাহ মারে কে!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post