কাঁধে ব্যাগ ঝুলিয়ে ব্রাজিলের রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তরুণী এমানুয়েলা। হাতে ছিল মুঠোফোন। হঠাৎ এক ব্যক্তি তার হাতের মুঠোফোন কেড়ে নিয়ে যায়। চোখের সামনে চুরি হতে দেখেও অসহায় চোখে তাকিয়ে থাকা ছাড়া সে সময় কিছুই করার ছিল না এমানুয়েলার।
তবে ঘরে ফেরার পর মুঠোফোনে এমানুয়েলার ছবি দেখে মুগ্ধ হয়ে যান চোর। তার কথায় ‘এমন রূপবতী নারী তো হামেশাই দেখা যায় না।’ এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। ‘রূপবতী’ এমানুয়েলাকে খুঁজতে শুরু করেন তার মুঠোফোন ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তি।
খুঁজতে খুঁজতে একদিন এমানুয়েলার দেখা পেয়ে যান সেই চোর। ভালো লাগা দ্রুত ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। এরপর দুই বছর তারা প্রেম করেন। সম্প্রতি এই যুগলের বিয়ে হয়েছে। তাদের এমন ‘অদ্ভুত’ প্রেম ও বিয়ের গল্প বেশ আলোড়ন ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তাদের প্রেম ও বিয়ে নিয়ে জানতে চাইলে এক সাংবাদিককে ওই তরুণ বলেন, ‘আমি যখন মুঠোফোনে তার ছবি দেখলাম, তখন নিজেই নিজেকে বলতে লাগলাম, কী অপূর্ব এক রমণী! এ রকম রূপবতী নারী তো আর হামেশা দেখা যায় না। এরপর মুঠোফোন চুরি করায় অনুশোচনা শুরু হলো আমার।’
আসলে ওই তরুন মুঠোফোনের সঙ্গে নারীর হৃদয়ও চুরি করে ফেলেছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post