কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ট্রুডো গতকাল বুধবার তাঁর ইনস্টাগ্রামে এ ঘোষণা দেন। সোফিও তাঁর ইনস্টাগ্রামে একই ঘোষণা দিয়েছেন। তাঁদের বিচ্ছেদের অপ্রত্যাশিত এই ঘোষণাটি অনেককেই বিস্মিত করেছে।
ট্রুডো-সোফির দাম্পত্য জীবন অনেকের কাছেই ‘ঈর্ষণীয়’ ছিল। বিচ্ছেদের ঘোষণার পর তাঁরা নতুন করে আলোচনায়। সোফির সঙ্গে ট্রুডোর পরিচয়-প্রেম-বিয়ের গল্পটি ছিল অসাধারণ। তাঁরা পরস্পরকে ছোটবেলা থেকেই চিনতেন, জানতেন। কারণ, সোফি ছিলেন ট্রুডোর ছোট ভাই মিশেলের সহপাঠী। এমনকি ছোটবেলায় ট্রুডোদের বাড়িতে সোফি আসা-যাওয়া করতেন, আড্ডা দিতেন।
তবে ট্রুডো-সোফি সত্যিকার অর্থে পরস্পরকে ‘জানেন-বোঝেন’ উভয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর। এরপর ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর। প্রথম ডেটে সোফিকে ট্রুডো বলেছিলেন, তিনি তাঁর বাকি জীবন সোফির সঙ্গে কাটাতে চান। তবে বিচ্ছেদের ঘটনায় ট্রুডোর সেই চাওয়া আর পুরণ হলোনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post