বিশ্বব্যাপি চলছে খাদ্য সংকট। বৈশ্বিক মন্দার বাতাস থেকে রেহাই পায়নি মধ্যপ্রাচ্যের দেশ ওমানও। ভারত ও রাশিয়া চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর দেশটিতে চালের সংকট দেখা দিয়েছে। তবে ওমানের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দাবী, দেশে প্রয়োজনীয় চালের মজুদ রয়েছে। তাই মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কাওকে আতঙ্কিত না হবার অনুরোধ জানানো হয়েছে। তারা বলছে, ভারত ও রাশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞার কারণে ওমান খাদ্য ঘাটতির সংকটে পরবেনা।
সরকারী একজন মুখপাত্র বলেছেন, থাইল্যান্ড ও পাকিস্তান থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। অতএব ভারত ও রাশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞা কোনো ধরণের বিপর্যয় তৈরি করবেনা। তিনি বলেন, ওমানে সাদা চালের পর্যাপ্ত মজুদ রয়েছে, ভোক্তা চাহিদার তুলনায় এই মজুদ যথেষ্ট। তাই খাদ্য ঘাটতি নিয়ে উদ্বিগ্ন হবার কোন সুযোগ নেই। এছাড়া সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় চালের বাজার স্বাভাবিক করবার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ধান চাষে প্রচুর পানির প্রয়োজন হয় বলে মরুর দেশ ওমানে ধানের চাষ হয়না। তাই ভোক্তা চাহিদা মেটাতে দেশটি আমদানি নির্ভর। এছাড়া সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতও চাল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় সবধরণের চাল রপ্তানি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post