ফ্রান্সের দক্ষিণের শহর রোমান-সুর-ইসেরে গত শুক্রবার দুইতলা একটি ভবনে আগুন লাগে। আগুন দেখে সবাই যখন দিগ্বিদিক ছুটতে ব্যস্ত ঠিক সেইসময় হামদি নামের এক মুসলিম যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের উদ্ধারে তৎপর হলেন। নিজের কথা না ভেবে তিনি ওই ভবনে প্রবেশ করেন। আর একে একে ১৭ জনকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনার পর ওই মুসলিম যুবককে হিরোর তকমা দেওয়া হচ্ছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজের জীবন বাজি রেখে যে ১৭ জনকে উদ্ধার করেছেন তার মধ্যে একটি শিশুও রয়েছে। ইজ্জেদিন হামদি নামের ওই যুবক পেশায় একজন রুটিওয়ালা। ঘটনার সময় তিনি ওই এলাকায় ছিলেন এবং আগুনের খবর শুনে দ্রুত ভবনে ছুটে যান। আগুন নির্বাপক কর্মী আসার আগেই তিনি এক শিশুসহ ১৭ জনকে উদ্ধার করে ফেলেন।
ভবনে আগুন ও ধোঁয়া থাকা সত্ত্বেও হামদি মই ব্যবহার করে জানালা দিয়ে ওই ভবনে প্রবেশ করেন। এতেই ব্যাপক প্রশংসায় ভাসছেন হামদি। বহু টুইটার ব্যবহারকারী হামদিকে দেশটির লিজিয়ন অফ অনারে সম্মানিত করার দাবি জানাচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post