আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বুধবার (২৬ জুলাই) নেদারল্যান্ডসের হেগ নগরীতে অবস্থিত আন্তর্জাতিক আদালত আইসিজেতে এই মুসলিম দেশটি সমর্থনের লিখিত কপি পেশ করেছে।
ওমানের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিন ভূখন্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দখলদারিত্বের বিষয়ে আইসিজের সিদ্ধান্ত জানতে চেয়েছে ফিলিস্তিন। ওমান এ বিষয়ে ফিলিস্তিনের গৃহীত কূটনৈতিক ও আইনি পদক্ষেপের পূর্ণ সমর্থন করে। এর প্রেক্ষিতে আইসিজেতে লিখিত সমর্থন জমা দেওয়া হচ্ছে।
এদিকে ওমানের পাশাপাশি কাতারও ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছে। কাতারের পক্ষ থেকে বলা হয়, অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ ও দখলদারিত্ব তুলে নেওয়ার মর্মে আইসিজেকে (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস) অবশ্যই লিখিত আদেশ জারি করতে হবে।
এতে আরো বলা হয়, দখলদারিত্ব ও নৃশংসতার ফলে ফিলিস্তিনিদের যে ক্ষতি হয়েছে ইসরাইলকে অবশ্যই তার ক্ষতিপূরণ দিতে হবে।
এর আগে গত সোমবার (২৫ জুলাই) ফিলিস্তিন ভূখন্ডে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দখলদারিত্বের আইনি সমাধান কি হবে তা জানতে চেয়ে আইসিজেতে একটি লিখিত পত্র জমা দেয় ফিলিস্তিন।
আইসিজের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি রেজিস্ট্রার ফিলিপ গুটিয়েরের কাছে লিখিত ওই পত্রটি জমা দেন।
তিনি বলেছিলেন, ইহুদিবাদী সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিলিস্তিন ও এর নাগরিকদের রক্ষায় এটি ফিলিস্তিন সরকারের কূটনৈতিক ও আইনি পদক্ষেপ। এর প্রধান উদ্দেশ্য হলো ইসরাইলী সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে অপরাধী সাব্যস্ত করা। নিশ্চিন্তে অপরাধ করে যাওয়া থেকে বিরত রাখতে তাদেরকে আইনি জটিলতার মুখোমুখি করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post