ঢাকার অন্যতম প্রবেশপথ উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক মানুষের সমাগম তৈরি হয়েছে। ফলে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তাতেই বিপাকে পড়েন বিমানযাত্রী ও বিদেশফেরত প্রবাসীরা।
গতকাল বিএনপির মহাসমাবেশ থেকে ঢাকার বৃহৎ প্রবেশ পথগুলোতে অবস্থান নেয়ার ঘোষণা দেয় দলটি। আওমিলীগও পাল্টা কর্মসূচীর ঘোষণা দেয়ায় সড়কগুলোতে তীব্র যানজটের শঙ্কা তৈরি হয়। এতে এখনো পর্যন্ত ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে আসা যাত্রীরা মুখোমুখি হচ্ছেন তীব্র ভোগান্তির।
এদিকে ঢাকার ৪ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে তারা। স্থানগুলো হলো ঢাকা মহানগর উত্তর বিএনপি উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে, গাবতলী এস এ খালেক বাস স্টেশনের সামনে, বিএনপি নয়া বাজার দলটির অফিসের সামনে, যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে নেমে দনিয়া কলেজ সংলগ্ন চট্টগ্রাম রোড।
অবস্থান কর্মসূচীর ফলে এই যায়গাগুলোতে তীব্র যানজটের কবলে পড়বেন যাত্রীরা। এজন্য সংশ্লিষ্টরা বিমানযাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসতে বলেছেন। নতুবা ফ্লাইট মিসের সম্ভাবনা তৈরি হতে পারে।
ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামানীয় জানান, বিএনপি অবস্থান কর্মসূচির পালন করার জন্য অনুমতি নেয়নি। তাদেরকে এসব যায়গায় অবস্থানের জন্য অনুমতি দেওয়া হবে না। ডিএমপির কমিশনার জানিয়েছেন, রাস্তা আটকে জনদুর্ভোগ বাড়াতে কাওকে সুযোগ দেয়া হবেনা।
এদিকে বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগের সংঘর্ষ বাধে। এখনও দফায় দফায় সংঘর্ষ চলছে বলেও জানিয়েছে সূত্র।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post