প্রবাস থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকেই এক প্রবাসী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চার দিন পার হলেও ওই প্রবাসীর এখনো সন্ধান মেলেনি। নিখোঁজ ওই সৌদি প্রবাসীর নাম জাহিদুল ইসলাম। জাহিদুল ছয় বছর প্রবাসে থেকে গত ২৪ জুলাই বাড়ি ফেরার উদ্দেশ্যে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
নিখোঁজের পরিবার বলছে, ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ইমিগ্রেশন থেকে বের হন জাহিদুল। এরপর থেকে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় ২৫ জুলাই জাহিদের চাচা এনামুল হক বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। জাহিদের চাচা চান মিয়া বলেন, পুলিশ জাহিদের বিমানবন্দর থেকে বের হওয়ার ভিডিও ফুটেজ বারবার পর্যালোচনা করে বের করার চেষ্টা করে যাচ্ছে।
জাহিদুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের মৃত জালাল মিয়ার ছেলে। তার ছোট ভাই জাকির হোসেনও (২২) দুই বছর ধরে সৌদি প্রবাসে রয়েছেন। চার দিনেও জাহিদের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
জাহিদুলের চাচা চান মিয়া জানান, ওরা দুই ভাই। দুজনই সৌদি প্রবাসী। জাহিদ এয়ারপোর্টে এসেও ইমো অ্যাপসে ভয়েস রেকর্ড দিয়েছেন। বলেছেন, মাত্র ১০ মিনিট লাগবে। কিন্তু এরপর ইমিগ্রেশনে লাগেজ পাওয়া গেলেও সন্ধান মিলছে না জাহিদুলের।
বিমানবন্দর থানার এসআই আফতাব উদ্দিন জিডির তদন্ত করছেন। তিনি জানান, নিখোঁজ ওই ব্যক্তির মোবাইল নেই। তবু তাকে অনুসন্ধানে নানা কৌশল ব্যবহার করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে তাকে বের করার চেষ্টা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post