বাংলাদেশ সশস্ত্র বাহিনির একটি প্রতিনিধি দল এখন ওমান সফর করছে। সুত্র বলছে, উভয় দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুসংসহত করতেই এই বিশেষ সফর।
ওমানের জাতীয় দৈনিক ওমান অবজার্ভার এক প্রতিবেদনে বলেছে, গতকাল বুধবার রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধিদল ওমানে পৌঁছেছে। সেখানে আল মুর্তফা গ্যারিসনে সুলতানের সশস্ত্র বাহিনীর কমান্ড এবং মেরিটাইম সিকিউরিটি সেন্টার পরিদর্শন করেছে তারা।
বুধবার কমান্ড সেন্টারে পৌঁছানোর পর সুলতানের সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার হামিদ আবদুল্লাহ আল বালুশি তাদের অভ্যর্থনা জানান।
এদিকে সফরসূচী অনুযায়ী মেরিটাইম সিকিউরিটি সেন্টারও ভ্রমণ করেছে বাংলাদেশের ওই প্রতিনিধি দল। ওই সেন্টারের প্রধান আদিল বিন হামুদ বাংলাদেশ দলকে স্বাগত জানান। এসময় প্রতিনিধি দলকে সেন্টারটির আধুনিক সরঞ্জামাদি ঘুরে ঘুরে দেখানো হয়। পাশাপাশি ওমানের সমর ট্যাকটিকস এবং সামরিক কার্যক্রমও প্রতিনিধিদলকে দেখানো হয়।
পরে প্রতিনিধিদলের এক বৈঠকে কর্মকর্তারা ওমান ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post