ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ধর্মগ্রন্থ কুরআন অবমাননার সাম্প্রতিক ঘটনাগুলোয় নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হয়েছে। বুধবার সাধারণ পরিষদের অধিবেশনে মরক্কো এ বিষয়ক একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করলে পরিষদ তা গ্রহণ করে।
প্রস্তাবে অবশ্য কুরআন পোড়ানোর বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে- ‘মানুষের ধর্মবিশ্বাসে আঘাত এবং পবিত্র গ্রন্থ বা প্রতীককে বিকৃত বা বিনষ্ট করার যাবতীয় কর্মকাণ্ডকে জাতিসংঘের সাধারণ পরিষদ তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ধরনের আচরণ বা কার্যাবলীকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি হিসেবে ঘোষণার প্রস্তাব জানাচ্ছে।’
সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র এ পরিষদের সদস্য। বর্তমানে সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩।
গত ২৭ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রথমবার কুরআন পোড়ানো হয়েছিল। এ কাজ যিনি করেছিলেন সেই সালওয়ান মোমিকা (৩৭) একজন ইরাকি মুসলিম এবং শরণার্থী হিসেবে সুইডেনে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেন।
ওই ঘটনার পর মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সমর্থন নিয়ে ১২ জুলাই জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি) নিন্দা প্রস্তাব উত্থাপন করে পাকিস্তান।
এ প্রস্তাব উত্থাপনের পর ইউএনএইচআরসির ৪৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৮টি ভোট প্রস্তাবের পক্ষে আসায় পাশ হয়েছিল সেটি।
কিন্তু তারপর আবারও কুরআন পোড়ানোর ঘটনা ঘটে সুইডেনে। গত ১৯ জুলাই সুইডেনে ইরাকি দূতাবাসের সামনে কুরআন ও ইরাকের জাতীয় পতাকা পোড়ায় একটি সুইডিশ উগ্রপন্থি ডান সংগঠন।
তারপর গত সোমবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পোড়ানো হয় কুরআন। ডেনমার্কে কুরআন পোড়ানোর ২ দিনের মধ্যে সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব আনল মরক্কো এবং তা গৃহীতও হলো।
আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে শান্তিকামী ও সহনশীল দেশ হিসেবে মরক্কোর খ্যাতি রয়েছে। পূর্ব আফ্রিকা ও আরব সংস্কৃতির দেশ হলেও আন্তর্জাতিক রাজনীতিতে দেশটিকে শান্তি, সহনশীলতা, আন্ত:ধর্মীয় এবং আন্ত:সাংস্কৃতিক বন্ধুত্বের অন্যতম দূত বলে বিবেচনা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post