যুক্তরাষ্ট্রে নিজ দোকানে সন্ত্রাসীর গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ওই প্রবাসী যুবকের নাম আবুল হাসেম। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের হাজী জুলফিকার আহমেদের ছেলে। সাত ছেলে দুই মেয়ের পরিবারে আবুল হাসেম ছিলেন পঞ্চম। তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন।
গেলো রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের পাশে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে।
সাত ভাই দুই বোনের পরিবারের বড় ভাই আব্দুল হক ১৯৯০ সালে প্রথম যুক্তরাষ্ট্রে যান। তারপর পালাক্রমে বাবা মা, পাঁচ ভাই ও দুই বোনকে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। দেশে থাকা ছোট ভাই রুহুল আমিনের যুক্তরাষ্ট্রে যাওয়ার সব প্রক্রিয়া শেষের পথে। চার থেকে পাঁচ মাসের মধ্যে তারও যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য পাড়ি জমানোর কথা।
তিনি গণমাধ্যমকে বলেন, রোববার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রে থাকা তার ছোট বোন ফোন করে জানান, আবুল হাসেমকে নিজ দোকানে সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুহুল আমিনের স্ত্রী ফারহানা পারভীন বলেন, ১৮ বছর ধরে আবুল হাসেম তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেছিলেন। মাঝে কোভিড চলাকালীন সময়ে আবুল হাসেম কুমিল্লায় আসেন। তখন তিনি সাত মাস কুমিল্লায় থাকেন। আবুল হাসেমের মরদেহ যুক্তরাষ্ট্রে দাফন করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post