ওমানে মহামারী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একের পর এক নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরপরেও ওমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সোমবার (৬-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ১৫৫৭ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে। যাদের মধ্যে ১০৫৭ জনই ওমানি নাগরিক। মন্ত্রণালয়ের তথ্যমতে ওমানে জুলাই মাসে আক্রান্ত ৭১ শতাংশ করোনা রোগী ওমানি নাগরিক।
সোমবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ জুলাই থেকে করোনার জাতীয় জরিপ (সেরোলজিকাল) শুরু করা হবে। ১০ সপ্তাহের মধ্যে সমীক্ষাটি পুরো ওমানে পরিচালনা করা হবে বলে আশা করা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জরিপটি পাঁচ দিনে চার হাজার করে বিশ হাজার মানুষের নমুনা নেওয়া হবে। প্রতিটা এলাকা থেকে ৩০০-৪০০ নমুনা সংগ্রহ করা হবে।
আরও পড়ুনঃ ওমানে ৫৬ জন মেয়ের সাথে প্রতারণা, অবশেষে গ্রেফতার
ওমানের সকল বিভাগে এই জরিপ পরিচালিত হবে। এতে প্রবাসীসহ সকল বয়সের বাসিন্দাদের নমুনা সংগ্রহ করা হবে। এই সমীক্ষার প্রধান লক্ষ্য হলও দেশটিতে কোন বয়সে করোনা সংক্রমণের পরিমাণ নির্ধারণ করা, পরীক্ষাগারে নিরীক্ষিত টেস্টগুলো পর্যবেক্ষণ করা, দেশের কোন স্তরে বেশি সংক্রমিত হয়েছে তার মাত্রা নির্ণয় করা ও লক্ষণ ছাড়াই সংক্রমণের হার এবং সংক্রমণের সংখ্যা অনুমান করা। এই রোগের মাত্রার উপর নির্ভর করে জীবনযাত্রার মান কীভাবে প্রভাবিত হয় তা নির্ধারণ করা ও মহামারী ছড়িয়ে পড়ার পর তার প্রভাবগুলি মূল্যায়ন হবে এই সমীক্ষার মূল লক্ষ্য।”
আরও দেখুনঃ বাংলাদেশের খুনি ওমানের ইমাম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post