কুড়িগ্রামে নাতনি মারা যাওয়ার শোকে দাদিও মারা গেছেন। ৯ বছর বয়সী শিশু মিনা খাতুন মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মৃত্যু হয়। সেই শোকে হৃদক্রিয়া বন্ধ হয়ে সেদিন রাতে শিশুর দাদি মর্জিনা বেগমও মারা গেছেন।
কুড়িগ্রাম সদরের মিস্ত্রিপাড়া গ্রামে মফিজুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহতরা মফিজুল হকের মা ও মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মিনা খাতুনের মৃত্যু হয়। নাতনির সেই মৃত্যু শোক না কাটতেই রাতেই স্ট্রোক করে প্রাণ হারান দাদিও। তাদের মৃত্যু সংবাদে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ওই গ্রামের প্রতিবেশী আব্দুল মালেক বলেন, পরিবারের সবাই একসঙ্গে মৃত নাতনির আনুষ্ঠানিকতা নিয়ে কথাবার্তা শেষে ঘুমানোর আগে দাদি স্ট্রোক করে মারা যান। দাদি ছোট থেকে নাতনি মিনাকে মানুষ করেছে।
স্থানীয় ইউপি সদস্য মেম্বার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরের দিকে পানিতে ডুবে মিনা খাতুন নামের এক শিশু মারা গেছে। শিশুটির শোকে তার দাদিও রাতে স্ট্রোক করে মারা গেছেন। রাতে শিশুটির জানাজা হয়। আর আজ সকাল ১০টার দিকে দাদির জানাজা হয়েছে। এ ঘটনায় আমার গ্রামটিতে শোকের ছায়া নেমেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post