নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাধন নামের এক দুবাই প্রবাসী। আজ সোমবার দুপুরে রাজধানীতে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাধনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে নাক কান গলা বিভাগে ভর্তি করা হয়। সার্জারির পর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
আহত বাধন জানান, এক বছর আগে সম্পর্ক করে বিয়ে করেন তিনি। বিষয়টি মেয়ের পরিবার মেনে নেয়নি। উল্টো তার বিরুদ্ধে কদমতলী থানায় অপহরণের মামলা করে মেয়ের পরিবার। সেই মামলায় সে কারাভোগও করে। জামিনে বের হয়ে তিনি দুবাই চলে যান। মেয়ের বাড়ি লোকজনের কথায় আবার দেশ ফিরে আসেন। সানারপার এলাকায় এক মাস সংসারও করেন।
বাধনের দাবি, সম্প্রতি শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে নিয়ে আটকে রাখে। তার ওপর নির্যাতনও করা হয়। এসব কারণে তিনি আজ আত্মহত্যার চেষ্টা করেন। জানা গেছে, বাধন শরিয়তপুরের আবদুল আলিমের সন্তান। ঢাকার জুরাইন এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post