বিমান আকাশে ওড়ে- এ কথা আমরা সবাই বলি। কিন্তু ভূমি থেকে কতটা ওপর দিয়ে বিমান ওড়ে সেটা অনেকেই জানেন না। আসলে একটি বিমান আকাশে সব সময় একই উচ্চতায় ওড়ে না। এয়ার ট্রাফিকের নির্দেশনা অনুযায়ী তাকে উড়তে হয়। সেজন্য বৈমানিককে কখনো মেঘের নিচে, কখনো মেঘের ওপর ওঠানামা করতে হয়।
আপনি যদি বিমানে ভ্রমণ করে থাকেন তবে দেখবেন রানওয়ে থেকে উড্ডয়নের সময় এটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ওড়ে। সমতল রানওয়ে থেকে বিমানটিকে আকাশে ওড়ানোর জন্য এই অ্যাঙ্গেলে উড়তে হয়। এরপর উড্ডয়ন পর্ব শেষ হলে আকাশের একটা স্তরে এসে উড়তে থাকে। এরপর বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে আকাশে বিমানটির অবস্থান বদলান পাইলট। তাই বিমান ঠিক কত উচ্চতায় ওড়ে সেটা বলা মুশকিল।
যাত্রীবাহী জেট বিমান সাধারনত ৩০ হাজার থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় ওড়ে। এই উচ্চতাকে বলা হয় ক্রুজিং অ্যালটিটিউড। বিমান এত বেশি উচ্চতায় ওড়ার কারণ হল বাতাসের ঘনত্ব। এই উচ্চতায় বাতাসের ঘনত্ব অনেক কম। কিন্তু এর বেশি উচ্চতায় গেলে জেট ইঞ্জিন ঠিকমত চলার জন্য বাতাস পাবে না। বাতাসের ঘনত্ব কম থাকায় ড্রাগ ফোর্স কম হয় যে কারণে তেল খরচ কম হয়, আর বিমানের গতি অনেক বেশি থাকে। এছাড়াও টার্বোপ্রপ বা প্রপেলর চালিত বিমানের উচ্চতা থাকে ১৮ হাজার থেকে ২৪ হাজার ফুট পর্যন্ত। যে সব বিমানের ইঞ্জিন পিস্টন চালিত তাদের উচ্চতা আরো কম, আবার কিছু কিছু সামরিক বিমান ৫০ হাজার থেকে ৬০ হাজার ফুট উচ্চতায়ও উড়তে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post