কোরআন অবমাননার ঘটনায় আন্তর্জাতিক আদালতে সুইডেনের বিচারের দাবি জানিয়েছে জর্দানের পার্লামেন্ট সদস্যরা। পাশাপাশি সুইডেনের সঙ্গে স্বাক্ষরিত সকল চুক্তি স্থগিত রাখারও দাবি জানান তারা।
বার্তা সংস্থা ইসনা বলছে, কোরআন অবমাননার পর জর্দানের সংসদের ৬৪ জন সদস্য একটি সংসদীয় স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন এবং তাদের দেশের সরকারকে সুইডেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার এবং নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছেন।
জর্ডানের সংসদ সদস্যদের ওই স্মারক লিপিতে বলা হয়েছে, জাতিসংঘ সনদ অনুযায়ী পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেওয়া বিশ্ব শান্তি ও নিরাপত্তার লঙ্ঘন।
স্মারক লিপিতে আরও বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সুইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাচ্ছে এবং ইসলাম ধর্ম ও ঐশী আইনের অবমাননা বন্ধ করার ঘোষণা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সুইডিশ পণ্য বয়কট করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post