বাংলাদেশ সরকারের ‘আম কূটনীতির’ অংশ হিসেবে স্পেনসহ ৩ দেশে আম্রপালি পৌঁছে দেয়া হয়েছে। বাংলাদেশের সুস্বাদু এ আম উপহার হিসেবে দেশটির রাজা, সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
মঙ্গল ও বুধবার (১৮-১৯ জুলাই) বাংলাদেশ দূতাবাস থেকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, প্রেসিডেন্ট পেড্রো সানচেজ, ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কাছে এ উপহার পৌঁছে দেয়া হয়।
এ ছাড়া স্পেনে বন্ধুপ্রতীম দেশগুলোর রাষ্ট্রদূত, গণমাধ্যম, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির অংশীজনকেও আম উপহার দেয়া হয়। একই সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বাধীন দেশ অ্যান্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনির রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের কাছেও বাংলাদেশের সুস্বাদু আম্রপালি আম উপহার পৌছে দেয়া হয়।
রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, “স্পেন, এন্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনিতে আমাদের বন্ধুদের বাংলাদেশের বিখ্যাত আম উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এই স্মারক উপহার দ্বিপাক্ষিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালনের পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির বৃহত্তর পরিসরে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’ হবে। এতে করে বহির্বিশ্বে বাংলাদেশের সুস্বাদু ও পুষ্টিকর ফল বিপণন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সুদূরপ্রসারী অবদান রাখবে।”
তিনি আরও বলেন, ‘সম্প্রতি স্পেনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ বহুমাত্রিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেচ্ছা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে দূতাবাসের আম বিতরণ উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উপহারগ্রহীতা সবাই।’
প্রসঙ্গত, স্পেনের রানী সোফিয়া গত ১৮ মার্চ মাদ্রিদে ডিপ্লোম্যাটিক চ্যারিটি বাজারে দূতাবাস আয়োজিত বর্ণাঢ্য বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত রাণী সোফিয়া আবেগভরে বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post