কিশোরগঞ্জে হেলিকপ্টারে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় ল্যান্ড করেছেন বর। মাটিতে নামার পর মুহূর্তেই হেলিকপ্টারটির আশে পাশে হাজার খানেক গ্রামবাসী ভিড় করে ফেলেন। বৃহস্পতিবার বিকেলে ওই হেলিকপ্টারটি ঠিকানা হারিয়ে পৌর এলাকার ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জমিতে ল্যান্ডিং করে।
খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসংহের ভালুকা হেলিক থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামে ল্যান্ড করে। সরেজমিনে দেখা যায় হেলিকপ্টারটিতে বরসহ ৪ জন যাত্রী ছিলো।
ধূলজূরী গ্রামের মো. রিটন মিয়া জানান, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা আতঙ্ক ও ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী। এলাকার স্কুলছাত্র নাইম জানান, জীবনে প্রথম বাস্তবে হেলিকপ্টার দেখলাম। এটি ভুল করে এখানে এসে ভালোই হলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post