ব্যাড গার্ল কঙ্গনা রনৌত বলিউডের অন্যতম সফল নায়িকা। এই অভিনেত্রীর নতুন করে প্রযোজক হিসেবে অভিষেক ঘটেছে। কিছুদিন আগে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তাঁর প্রযোজিত ছবি ‘টিকু ওয়েডস শেরু’। এবার নিজেই বললেন, তার বর্তমান অবস্থা এমন যেনো তার জন্য পাত্র পাওয়াই মুশকিল!
বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে সশব্দ হেসে ওঠেন কঙ্গনা। বলেন, ‘সে তো কবে থেকে মা দিচ্ছেনই! তিনি তো বিয়ের কথা বলে বলে ক্লান্ত। মা প্রায়ই বলেন যে আমার জন্য পাত্র পাওয়া মুশকিল।’
কঙ্গনা জানান, ‘টিকু ওয়েডস শেরু’ ছবিটি প্রযোজনা করতে তাঁর খুব একটা অসুবিধা হয়নি। কারণ, এই ছবির টিমটা ছিল দুর্দান্ত। তাই তিনি চাপমুক্ত হয়ে কাজ করতে পেরেছেন।
কঙ্গনা বলেন, ‘প্রযোজকদের সব সময় তারকাদের মেজাজ বুঝে চলতে হয়। আমার ছবির নায়ক ছিলেন নওয়াজ (উদ্দিন সিদ্দিকী) স্যার। তিনি অন্য তারকাদের মতো নন। তারিখ নিয়ে ভোগানো বা সেটে দেরি করে আসা তাঁর ধাতে নেই। আসলে এই ইন্ডাস্ট্রিতে প্রযোজনার দুনিয়াকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে অনেকে এখানে পা রাখতে ভয় পান। শুরুতে আমারও একই হাল ছিল। আসলে এর মূল কারণ তারকারা। তারকাদের পারিশ্রমিকের চাপে প্রযোজকেরা পিষে শেষ হয়ে যেতে বসেন। ইন্ডাস্ট্রিতে তারকাদের দৌরাত্ম্য বেশি।’
কঙ্গনা। সফলতার সংজ্ঞা কী তাঁর কাছে? জানতে চাইলে এই তারকা বলেন, ‘আমার মনে হয় সফলতাকে আমরা বেশি গুরুত্ব দিই। ব্যর্থতাকে কিছুতেই গ্রহণ করতে পারি না। বিশেষ করে আজকের প্রজন্মের এ বিষয়ে ধৈর্য অনেক কম। তাই অল্পেই তারা ভেঙে পড়ে।
ব্যর্থতার হাত ধরে সফলতা আসে। আমার কাছে সফলতা মানে স্বাধীনতা। আমি এখন স্বাধীনভাবে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। কোনো কিছু নির্বাচনের ক্ষেত্রে আমার এখন পূর্ণ স্বাধীনতা আছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post